তাই একটা বিড়াল,দুটো টিকটিকি

টম্যাটো ধরেছে গাছে।।
গেছোদাদা তাই লাঠি নিয়ে বসে,
টাকের উপরে তেল দেয় ঘষে,
আর যারা থাকে তার আশেপাশে,
তারা মনের খুশীতে নাচে।
কারণ টম্যাটো ধরেছে গাছে।।
এমন সময় হঠাৎ বৃষ্টি আসে,
লাঠি জড়িয়ে গেছোদাদা তাই এক গলা জলে ভাসে,
আর যারা তার নাচে আশেপাশে
তারা পালাতে পারলে বাঁচে।
এদিকে টম্যাটো ধরেছে গাছে।।
মনের দুঃখে গেছোদাদা গেছোবৌদি।
টম্যাটো গাছের নৌকা বানাল জলদি।
নৌকায় উঠে আমাদের গেছোবৌদি।
গিয়ে বসল গেছোদাদার কাছে।
টম্যাটো ধরেছে গাছে।।