এতদিন ভেবেছিলাম আমি মহৎ প্রাণ এক,
এতদিন গুমর ছিল মনে,
এভাবে কেটে গেছে অনেক অহংকারী সন্ধ্যা।
তোমার থেকে দূরে সরে গেছি অনেক।
বুঝিনি কখন ক্লান্ত হয়েছ তুমি।
কখন শ্রান্ত তোমার ভা্লোবাসা-
আমার পায়ে মাথা রেখে বলে গেছে-
এবার তোমার ঘুমিয়ে পড়ার পালা।
আমি তখনো নিজের দিকে চেয়ে, বলে যাই আমার আত্মকথা।
সন্ধ্যা ঘনায়, রাত্রি নামে,
হাজার হাজার জোনাকি নতুন করে পথ দেখায়।
আবার তোমায় নতুন করে চিনি।
এতদিন আমি-ই শুধু চেয়েছি তোমায়,
এতদিন ভালোবেসেছি শুধু আমি,
আমার অনেক পাওয়ার মাঝে সময় পাইনি তাই-
হারিয়ে গেছে তোমার চাওয়া-পাওয়া।
তাই নিশিশেষের চাঁদ বলে গেল চুপিচুপি-
ভালোবেসেও ব্যর্থ আমি, নিঃস্ব সব পেয়েও।
আজ অনেক দূরে সরে গেছো তুমি-
অনেক দেশ, দ্বীপান্তরের পারে।
আর কোনোদিন তোমার নাম ডেকে
পাব না সাড়া- তাও আমি জানি।
তবু তোমার না বলে যাওয়া কথা
চুপিচুপি ভাসছে হাওয়ায় হাওয়ায়।
কান পেতে বসে আছি তাই
একা আমি আর আমার অহংকার-
বলছে আমায়-আমি হয়তো ভালো নই ।।
pagla besi likhis na kano???
ReplyDeletebeshi mood ashe na! :(
ReplyDelete